
ওঙ্কার অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিল হাইকোর্টে দায়ের করার নির্বাচন সংক্রান্ত মামলায় চূড়ান্ত রায়ের পরই ফলাফল চূড়ান্ত হবে। নির্বাচন কমিশনের তরফে জারি করা এই নির্দেশের সমস্ত জেলা শাসক কে বলা হয়েছে, যে সমস্ত প্রার্থীকে ইতিমধ্যেই বিজয়ী ঘোষণা করা হয়েছে তাদেরকেও যেন বিষয়টি জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, আগামী ২০শে জুলাই এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে। রাজ্য নির্বাচন কমিশনকে যাবতীয় তথ্য প্রমাণ সমেত অভিযোগের জবাব দিতে বলা হয়েছে ১৮ই জুলাইয়ের মধ্যে।
হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এই নোটিশ প্রত্যাশিত ছিল। তা সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে এই নোটিশ প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য দেখা দেয়। নির্বাচন কমিশন অবশ্য তার নোটিশে হাইকোর্টের রায় প্রাসঙ্গিক অনুচ্ছেদ উল্লেখ করে দিয়েছে।
উল্লেখ্য নির্বাচন ও গণনায় কাজ ব্যাপক কারচুপির অভিযোগ ওঠায় রাজ্যের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের করা জনস্বার্থ মামলায় এই নির্দেশ দেয়া হয়েছিল।
এদিকে বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছেন হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর যে সমস্ত এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি অথবা বার করে দেওয়া হয়েছিল তাদের প্রাসঙ্গিক নথি পত্র সই করানোর জন্য এখন বিডিও সেইসব এজেন্টদের খুঁজে বেড়াচ্ছেন।