
নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : গৃহশিক্ষকের বিরুদ্ধে তিন নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে কার্সিয়াং কলেজের প্রথম বর্ষের ছাত্র অভিষেক ভেংরাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, দার্জিলিং জেলার, প্রধাননগর থানা এলাকার একটি চা বাগান এলাকায় অভিষেকের বাড়ি। অভিযোগ, অন্যান্য দিনের মতো পাঁচ পড়ুয়া তার বাড়িতে পড়তে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, সেই পড়ুয়াদের মধ্যে তিনজনকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে তাদের যৌন হেনস্তা করে অভিষেক। যাদের যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ, তাদের বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত অভিষেক তিন বছরেরও বেশি সময় ধরে নিজের বাড়িতে টিউশন পড়াচ্ছে। ওই তিন নাবালিকাও মাস তিনেক ধরে তার কাছে পড়তে আসত। ঘটনার পর ওই তিনজন বাড়ি ফেরার পর সবকিছু বাবা মা কে সব কিছু জানান। অভিযোগ, গোটা ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার মাতব্বররা শনিবার সকালে সালিশি সভাও বসায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় প্রধাননগর নগর পুলিশ। অভিযুক্ত অভিষেক কে গ্রেফতার করে পুলিশ।