
শুভদীপ বর্মন,আলিপুরদুয়ার:
রাজ্যসভার মনোনয়ন পেলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক । চা বাগানের একজন সাধারন কর্মচারী থেকে জেলা তৃণমূলের সভাপতি হন প্রকাশ।একুশের বিধানসভার পর দল জেলার দায়িত্ব তার হাতে তুলে দেয়। তারপর জেলার দুটি পুরসভা ভোট জিতে দলকে উপহার দেন প্রকাশ। তার পর থেকেই শীর্ষ নেতৃত্বের নজরে আসেন তিনি ।তাকে রাজ্য সভার মনোনয়ন দেওয়ায় মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক কে ধন্যবাদ জানিয়েছেন প্রকাশ।
বিজেপি উনিশর লোকসভা নির্বাচনে বিরাট ব্যাবধানে আলিপুরদুয়ার লোকসভা আসন টি জিতেছিল। এবার তাই ২৪শের লোকসভার আগে চা বাগানের আদিবাসী যুবক প্রকাশকে রাজ্য সভায় পাঠিয়ে চা বলয়ের ভোট তৃণমূলমুখী করতে চাইছে শীর্ষ নেতৃত্ব বলে অনুমান রাজনৈতিক মহলের।