
ওঙ্কার ডেস্ক : রায়বেরেলি এবং ওয়েনাডের মধ্যে শেষপর্যন্ত রায়বেরেলিকেই বেছে নিলেন রাহুল। রায়বেরেলি কে রেখে আপাতত ওয়েনাডের সংসদ পদ থেকে পদত্যাগ করছেন রাহুল গান্ধী। ওয়াইনাদ থেকে দাঁড়াবেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। উল্লেখ্য এই লোকসভা নির্বাচনে রায়বেরেলি এবং ওয়াইনাদ দুটি কেন্দ্র থেকেই জিতেছেন রাহুল গান্ধী। তারপর থেকে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল রাহুল কোন আসনটি রাখবেন আর কোন আসন টি ছাড়বেন। অবশ্য রায়বেরেলি সমাবেশে রাহুল গান্ধী নিজেই ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতে পারেন ওয়েনাড কেন্দ্র থেকে।