
পার্থ পাল, পুরী : কবে খোলা হবে পুরীর রত্ন ভান্ডার! সেই দিনক্ষণ ঠিক করতে ৯ জুলাই সকাল দশটায় একটি বৈঠক হয়. পুরীর মন্দির মিটিং হলে প্রায় ১৮ জন সদস্য এই বৈঠকে অংশগ্রহণ করেন. বিচারপতি বিশ্বনাথ রথ এই বৈঠকের নেতৃত্ব দেন. মিটিং শেষে সাংবাদিকদের তিনি জানান, ১৪ জুলাই রত্ন ভান্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে. রাজ্য সরকার অনুমোদন দিলে ওই দিনেই খোলা হবে রত্ন ভান্ডারে চাবি। পাশাপাশি তিনি জানান, চাবি না খুললেও তালা ভেঙে রত্ন ভান্ডার খোলা হবে.
প্রসঙ্গত, গত ৮ জুলাই রত্ন ভান্ডার খোলার কথা থাকলেও , নানা কারণে রত্ন ভান্ডার খোলা হয়নি। রত্ন ভান্ডার শেষ খোলা হয়েছিল ১৭ বছর আগে। তারপর অদ্ভুতভাবে ভান্ডারের চাবি হারিয়ে যায়। মঙ্গলবার মিটিং এ সেই হারিয়ে যাওয়া চাবির প্রসঙ্গ সহ একাধিক বিষয় আলোচনা হয় বলে খবর।