
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: এবার পুরুলিয়ায় ইডির হানা।বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা দান্দুয়া গ্রাম সহ একটি কয়লা ভাটাতে কয়েকজন ব্যক্তির খোঁজে অফিযান চালাল ঝাড়খণ্ড থেকে আসা EDর একটি দল। বুধবার সকালে ঝাড়খণ্ড থেকে এসে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের দান্দুয়া গ্রামের কাছে একটি হার্ড কুক কয়লা ভাটাতে অফিযান চালায় ইডি। কিন্তু অভিযুক্ত ঐ সব কর্মচারীদের খোঁজ না পেয়ে তাদের বাড়ি দাঁন্দুয়া ও চেলিয়ামা গ্রামে পৌঁছে যান ED র আধিকারিকেরা।
এদিন ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো আটটি গাড়ি তল্লাশী চালায়। তদন্তকারী আধিকারিকরা কয়লা ভাটাগুলির ভিতরে কাগজপত্র খতিয়ে দেখেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ঝাড়খণ্ডের তেতুলডিহায় তিন হাজার মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার হয়েছে। সেই ঘটনার তদন্ত নেমে ইডি ঝাড়খন্ড লাগোয়া পাড়া বিধানসভার একাধিক জায়গায় কয়লা ভাটার সন্ধান পেয়েছে।