
অমিত কুমার দাস: পঞ্চায়েত নির্বাচনের তিনমাস পরে কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা। ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। ফল প্রকাশের পদ্ধতিতে ত্রুটির অভিযোগ করে মামলা করেন আইনজীবী কৌস্তভ বাগচী। পুরুলিয়ার মারুমহসিনা পঞ্চায়েত সমিতির ১১ নমৃবর আসন নিয়ে হয়েছিল এই মামলা। কংগ্রেস প্রার্থী তীজেন্দ্র নাথ মাহাতোর অভিযোগ ছিল তিনি ৬ ভোটে জিতলেও বিডিও ও দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা তৃনমুল প্রার্থী রাজেশ মন্ডলকে জিতিয়ে দেন। বুধবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন,অবিলম্বে কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করতে হবে।