
সোমনাথ মুখোপাধ্যায়ঃ রাজ্যসভা ভোটের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রাজ্যসভার প্রার্থী হিসেবে ডেরেক ও ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও দোলা সেনের পাশাপাশি নতুন মুখ আরও তিনি জন। তাঁরা হলেন সাকেত গোখলে, প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম। বাদ পড়ছেন শান্তা ছেত্রী ও সুস্মিতা দেব।
আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। সোমবার ৬ জন প্রার্থীর নাম টুইট করল তৃণমূল। ডেরেক ও ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও দোলা সেনের পাশাপাশি প্রার্থী করা হয়েছে সাকেত গোখলে, প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম। নতুন তিন প্রার্থীর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। রাজ্যসভার আরেক নতুন মুখ প্রকাশ চিক বরাইক। তিনি এই মুহূর্তে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি। আরেক নতুন মুখ বাংলা সংস্কৃতি মঞ্চের প্রেসিডেন্ট সামিরুল ইসলাম।
বাদ পড়েছেন দার্জিলিং এর শান্তা ছেত্রী ও অসমের শিলচরের নেত্রী সুস্মিতা দেব। প্রসঙ্গত সুস্মিতার সঙ্গে দলের দূরত্ব বেড়েছে বলে সূত্রের খবর। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর তাঁকে দলীয় কোন কর্মসূচীতে সক্রিয় হতে দেখা যায়নি।