
জয়ন্ত সাহা ,আসানসোল: আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে এখনও প্রতিবাদ আন্দোলন চলছে।তারই মাঝে কলেজে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল।ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জের টিডিবি কলেজে।এই ঘটনায় ফের রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে টিডিবি কলেজের টিচার ইন চার্জ মিলন মুখার্জী বলেন কলেজের এক ছাত্রীর অভিভাবকদের তরফে একটি অভিযোগ পত্র এসেছে ।সেখানে বলা হয়েছে কলেজের প্রাক্তন ছাত্র শ্যাম পুরী কলেজে ক্যাম্পাসের মধ্যে এক ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থা করেছে। এই ঘটনাটি কলেজের গর্ভনিং বডি কে জানানো হয়।গর্ভনিং বডির নির্দেশে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন টিডিবি কলেজ কর্তৃপক্ষ। অপরদিকে রানীগঞ্জের বিধায়ক তথা TDB কলেজের গভর্মেন্ট বডির চেয়ারম্যান তাপস ব্যানার্জী বলেন, অভিযুক্ত ওই ছেলেটির বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছে।এই মেয়েটি প্রথম প্রতিবাদ করেছে,তাই বিষয়টি জানাজানি হয়েছে। খবর পেয়ে কলেজে ক্যাম্পাসে আসে রানীগঞ্জ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে