
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ড পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে বড় বদল করা হল। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন ডিরেক্টর অলোক জোশীকে উপদেষ্টা পর্ষদের প্রধান করা হচ্ছে। দীর্ঘ সাত বছর পরে নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে প্রধান ছাড়াও ছয় সদস্য থাকেন। যাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা, আইপিএস অফিসার থেকে শুরু করে প্রাক্তন কূটনীতিবিদ থাকেন। বর্তমানে এই উপদেষ্টা পর্ষদে রয়েছেন কূটনীতিবিদ বি বেঙ্কটেশ বর্মা, ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন প্রধান এয়ার মার্শাল পিএম সিংহ, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন জিওসি লেফটেন্যান্ট জেনারেল একে সিংহ এবং নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। এছাড়াও দুই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীবরঞ্জন বর্মা এবং মনমোহন সিংহও ওই পর্ষদে রয়েছেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও অধরা ঘাতক জঙ্গিরা। এই নারকীয় ঘটনার পর গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে পাকিস্তানের মদতে এই জঙ্গি হামলা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া। সীমান্তেও উত্তেজনা তৈরি হয়েছে ওই ঘটনার পর। ঘটনার পর থেকে টানা ছয় রাত পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে। যার উপযুক্ত জবাব দিয়েছে ভারত।