
স্পোর্টস ডেস্ক :এবারও হল না। ১৭ বছর ট্রফি অধরা। তীরে এসে তরী ডুবল। বদলে গেল চিত্রনাট্য। বিদায় বিরাট কোহলির। আধ ডজন ম্যাচ জেতার পর মরণ-বাঁচন ম্যাচে হার। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা চার ম্যাচ হারার পর কেউ ভাবেনি ফেভারিটদের হারিয়ে দেবে রাজস্থান। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৪ উইকেটে জয় সঞ্জু স্যামসনদের। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান। এক ওভার বাকি থাকতে দলকে জয়সূচক রানে পৌঁছে দেন রোভমান পাওয়েল। ১৭ বলে ১৭ রান। হাতে ৬ উইকেট। ক্রিজে দুই সেট ব্যাটার রিয়ান পরাগ এবং শিমরন হেটমেয়ার। ১৮তম ওভারে মহম্মদ শিরাজের জোড়া উইকেট। ফিরে যান পরাগ এবং হেটমেয়ার। তখনও আশায় ছিলেন বিরাটরা। কিন্তু পরের ওভারেই ফার্গুসনের প্রথম দুই বলে জোড়া চার ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পাওয়েল। ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে আরসিবি। ৬ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। হতাশা লুকোতে পারেননি বিরাট। এসেই উইকেটের অন্য প্রান্তের বেল ফেলে দেন। তারপর জড়িয়ে ধরেন দীনেশ কার্তিককে।