
নিজস্ব প্রতিনিধি ওঙ্কারঃ জাপান প্রথমবারের মতো মোট জনসংখ্যার ১০ শতাংশের বয়স ৮০ ছুঁয়েছে। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি।
রেসপেক্ট ফর দ্য এইজড ডে উপলক্ষে জনসংখ্যান নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়। তারা জানিয়েছে জাপানে মোট জনসংখ্যার ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। যা জাপানের ইতিহাসে একটি রেকর্ড।
জাপানে বিশ্বের সবচেয়ে বেশি বয়ষ্ক নাগরিক রয়েছে বলে দাবি করেছে, জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়। পরিসংখ্যান আরও বলছে, প্রথমবারের মতো জাপানে ৭৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। আর ৮০ বছর বয়সীদের সংখ্যা গত বছরের তুলনায় ২ লাখ ৭০ হাজার বেড়ে ১ কোটি ২৫ লাখে পৌঁছেছে। যা সংখ্যাটি জাপানের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি। জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগবিষয়ক মন্ত্রণালয় সূত্রে খবর, ২০৪০ সালের মধ্যে জাপানের মোট জনসংখ্যার ৩৪ দশমিক ৮ শতাংশ হবে বয়স্ক মানুষ।
আরও জানা গিয়েছে, জাপানের এক চতুর্থাংশ প্রবীণ এখনও চাকরি করেন। তবে প্রবীণদের চাকুরী তে এগিয়ে দক্ষিণ কোরিয়া। সেখানে, ৩৬ দশমিক ২ শতাংশ প্রবীণ চাকরি করেন।