
কোয়েল বণিক, কলকাতাঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে কলকাতার রাজপথে নাগরিক সমাজ ‘আমরা তিলোত্তমা’। রবিবার দুপুরে কলেজ স্কোয়ারে সেই মিছিলে অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর মতো একঝাঁক টলিউডের সেলেব্রিটিদের জমায়েত হতে দেখা গেল। উষসী চক্রবর্তী বলেন, টলিউডের পক্ষ থেকে আসেননি, প্রত্যেকেই নাগরিক সমাজের সদস্য হিসেবেই মহামিছিলে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের পর ২২ দিন কেটে গেছে। কিন্তু তদন্তের অগ্রগতির কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় পথে নেমেছেন সাধারণ মানুষ।