
ওঙ্কার ডেস্ক : আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব সমাজের বিভিন্ন মহল। বিরোধী দলগুলির পাশাপাশি পথে নেমেছে নাগরিক সমাজ. এবার এই নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামলো স্কুলের পড়ুয়ারাও। এরই মাঝে ছাত্র-ছাত্রীদের স্কুল ক্যাম্পাসের বাইরে কোনও কর্মসূচিতে শামিল হওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল শিক্ষাদপ্তর। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আন্দোলন রুখতেই এই পদক্ষেপ বলে দাবি রাজ্যের বিরোধী দল গুলির। এবার নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলে খোদ মুখ্যমন্ত্রীকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী লিখেছেন, “আমজনতা পথে নামছে তাতে সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। তাই আটকানোর চেষ্টা করছেন। কিন্তু এভাবে কন্ঠরোধ করা যাবে না। বিচারের দাবিতে আওয়াজ উঠবেই।”