
ওঙ্কার ওয়েব ডেস্কঃ ৭০ বছর বয়সে মা হলেন সাফিনা নামুকওয়ায়া। একেবারে যমজ সন্তানের মা হয়েছেন তিনি। এক পুত্রসন্তান ও এক কন্যাসন্তান। ঘটনাটি ঘটেছে আফ্রিকার উগান্ডার রাজধানী কাম্পালায়। এই ঘটনায় স্বয়ং সাফিনাই হতবাক। তিনি নিজেই বলছেন, সত্যিই এ এক ‘অলৌকিক ঘটনা’!
বয়স সংখ্যা মাত্র! তাই প্রমাণ করলেন সাফিনা। উগান্ডার ‘উইমেন হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টারে’র এক বিশেষজ্ঞ জানান, ইন-ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে সাফিনা এক মহিলাদাতার ডিম্বাণু ও তাঁর পুরুষসঙ্গীর শুক্রাণু ব্যবহার করেছেন। তবে অন্যের থেকে শুক্রাণু ও ডিম্বাণু গ্রহণ করে মা হয়েছেন বলে সাফিনার কৃতিত্ব একটুকু কমে না।
৭০ বছর বয়সে মা হতে গেলে মনের শক্তি লাগে, শরীরের শক্তিও লাগে। সাফিনার সাফ কথা, কেউ তাকে আর ‘নিঃসন্তান’ বলে কটাক্ষ করতে পরবে না।