
নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালি খুনের মামলায় রাজ্য পুলিশের ভূমিকায় ফের ক্ষুব্ধ হল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে এই মামালার শুনানি চলার মধ্যে তিন খুনের ঘটনায় কী করে নিম্ন আদালতে সাপ্লিমেন্টারি চার্জসিট জমা পড়ল চরম সেই নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের কাছে জানতে চাইল নিম্ন আদালতের ট্রায়াল সহ যাবতীয় বিচার স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পরেও কি করে চার্জসিট জমা দেওয়া হল। এই ঘটনার তদন্তে থাকা অফিসার রবিবার নিম্নআদালতে কি করে চার্জ সিট জমা দিল সেটা বিস্ময় উচ্চ আদালতের কাছে। রাজ্যের কৌশলী আইও কে বিষয়টি না বোঝাতে পরার জন্য আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। তবে এখনই ওই চার্জ সিট প্রত্যাহার করতে হবে পুলিশকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। যদিও রাজ্য দাবি করে, এখনও জমা দেওয়া হয়নি। জমাঁ দেওয়ার আবেদন করা হয়েছে। ৩রা এপ্রিল এই মামলার অরিজিনাল কেস ডাইরি কলকাতা হাইকোর্টে হাজির করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। এই মামলাতে মূল অভিযুক্ত সন্দেশখালির শেখ শাহজাহান। এখেনো কি ভাবে রাজ্য পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা তার নমুনা বলেও রাজ্য পুলিশকে শুনতে হয় আদ আলতের কাছে।