
সুকান্ত চট্টোপাধ্যায়, সন্দেশখালি : বিক্ষোভ, আগুন, ১৪৪ ধারা, এই শব্দগুলোই এখন জুড়ে গেছে সন্দেশখালির সঙ্গে। বিগত ২০ দিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত। পাশাপাশি গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন সন্দেশখালি থানার পুলিশের বিরুদ্ধেও। এই আবহে এবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে শান্তি ফেরাতে গ্রামে গ্রামে শুরু পূজার্চনা, হোম যজ্ঞ,কীর্তন নাম গান। ঘরে ঘরে বাজছে শঙ্খ, ঘন্টা, উলুর ধ্বনি, সঙ্গে ঠাকুরের নাম সংকীর্তন। বাতাসে পালা গানের সুর। স্থানীয় বাসিন্দা শম্পা রাউত জানান, শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।
শনিবার সকাল থেকেই সন্দেশখালী থানার বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কাছারি পাড়া, বটতলা, দাসপাড়া কাঠপোল সহ একাধিক জায়গায় ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়। কোনও জায়গায় মনসা পূজো, কোথাও আবার নারায়ণ পূজো।
সব মিলিয়ে অত্যাচার আর হিংসার রাজনীতি বন্ধ হয়ে মানুষের দৈনিক জীবন যাত্রা আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, সেই প্রার্থনায় মগ্ন গ্রামবাসীরা। তারা চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক, আগের মতো ব্যবসা বাণিজ্য শুরু হোক।