
নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালিতে জনরোষের বিস্ফোরণ। প্রতিবাদে, প্রতিরোধে বুধবার থেকে আশান্ত ও অগ্নিগর্ভ ছিল সন্দেশখালি, এবার কড়া প্রশাসন । শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে জারি হয়েছে ১৪৪ ধারা। সন্দেশখালির ২ নং ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা। আশান্তি থামাতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকেই সন্দেশখালির প্রত্যেকটি দ্বীপে কড়া পুলিশি নিরাপত্তা। জমায়েতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের, অমান্য করলে গ্রেফতার। একইসঙ্গে দোষীরা শাস্তি পাবেই, আশ্বাস রাজ্য সরকারের। উল্লেখ্য শুক্রবার বিক্ষুব্ধ গ্রামবাসী আগুন ধরিয়ে দেয় তৃণমূল নেতা তথা শেখ শাহজাহানের অনুগামী শিবু হাজরার বাগান বাড়ি, অফিস, পোলট্রিতে। পাশাপাশি তৃণমূল নেতার মদের দোকানেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর ও আগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার বহু গ্রামবাসী।