
নিজস্ব প্রতিনিধিঃ মতুয়া মহা সংঘের ক্ষমতা নিয়ে শান্তনু ঠাকুরের মামলা।মতুয়া মহা সংঘের আয়কর নথি মমতা বালা ঠাকুরের জমা দেওয়া নিয়ে জটিলতা। ৭২ ঘণ্টার মধ্যে আয়কর দপ্তরকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে প্যান কার্ড ইস্যু হয়েছে, তার সঙ্গে কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে। কার নামে ওই মোবাইল সিম রয়েছে, তাও জানাতে হবে আয়কর দপ্তরকে। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।
মমতা বালার আইনজীবীকে আদালতের হুশিয়ারি, কি ভাবে এই প্যান কার্ড আর মোবাইল যোগ হয়েছে, সেই নিয়ে পুলিশ কে তদন্ত করতে দিতে পারি। সন্তুষ্ট না হলে অন্য কোনো এজেন্সিকে তদন্ত দেবো। আপনার আবেদনের মধ্যেই অনেক প্রশ্ন থেকে গেছে।শান্তনুর আইনজীবীর দাবি, মতুয়া মহা সংঘ তাকে দায়িত্ব দেয়নি। বড়মা বিনা পানী ঠাকুর মমতা বালা কে দায়িত্ব দিয়েছেন । হাইকোর্টে এই মামলা চলার মধ্যেই আয়কর নথি তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে মমতা বালার তরফে। সেখানে এই মামলার ব্যাপারটা গোপন করা হয়েছে। এদিকে ২৩ মার্চ মহা সংঘের ট্রাস্টের প্যান কার্ড হারিয়ে গেছে বলে দাবি মমতা বালা ঠাকুরের। এই নিয়ে ২৪ মার্চ থানায় অভিযোগ জানানো হয়েছে।