
সুকান্ত চট্টোপাধ্যায়,উত্তর চব্বিশ পরগনা:সৌদিতে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী মহুরুদ্দিন গাজীর বিরুদ্ধে । এর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।এর পরেই মিনাখার বিডিও কামরুল হোসেন কে জিঙ্গাসাবাদ করতে বিডিও অফিসে আসেন সিআইডির চারজন আধিকারিক।
প্রসঙ্গত, হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন সৌদি আরবে যান মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে শাসক দলের প্রার্থী মোহারুদ্দিন গাজী। সেখানে থেকে তিনি কিভাবে মনোনয়ন ফাইল করেছেন, তা নিয়ে মামলায় প্রশ্ন তুলে মামলা দায়ের হয়। আদালতে হজ কমিটির রিপোর্ট তুলে ধরা হয়। ঘটনায় বৃহত্তর সড়যন্ত্রের দাবি করেন মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ, সালোনি ভট্টাচার্যরা। তবে তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন বলেন পঞ্চায়েত আইন মেনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । বর্তমানে বিডিওর শেখ কামরুল ইসলাম অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। অভিযুক্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্রও প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ দেখা হবে বলে জানা গিয়েছে। প্রয়োজনে প্রত্যেককে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।