
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : কড়া বাড়ছে লোকসভা নির্বাচন। হাতে আর সময় মাত্র কয়েকটা দিন। তাই প্রচারপর্বে কেউ খামতি রাখতে নারাজ। সেইমতো সোমবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামরাবাদ এলাকায় শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। সুসজ্জিত মিছিল কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের নানান এলাকা প্রদক্ষিন করে। মিছিলের প্রথমভাগে ছিল ব্যান্ডপার্টি। তেরঙ্গা বেলুন নিয়ে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। এই এলাকায় পানীয় জল, রাস্তাঘাট সহ যে সমস্ত সমস্যা রয়েছে, তার উন্নয়ন হবে বলে জানান সায়নী।