
শেখ ইরশাদ,কলকাতা:
সবজির দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। আদা থেকে কাঁচা লঙ্কা হাত দিলেই ছ্যাঁকা।কোথাও হাত দেওয়া যাচ্ছে না। টমেটোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এর ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। টমেটো দাম ১০০ টাকার গণ্ডি পার করেছে, বেগুনের দামও তথৈবচ। আদাতো কবে থেকেই ধরাছোঁয়ার বাইরে। কেজি প্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে আদা। আর কাঁচা লঙ্কা কেনার আগেই ঝাল লাগছে পকেটে।এমত অবস্থায় দাম নিয়ন্ত্রণে কলকাতার বিভিন্ন বাজারে যৌথ ভাবে হানা দিচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার সকালে সেই ছবিই দেখা গেল শিয়ালদার কোলে মার্কেটে।সব্জী বিক্রেতাদের কথা বলার পর স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে জানান গত কয়েকদিনের অনুপাতে মঙ্গলবার দাম অনেকটাই কমেছে।তবে সবজির দাম নিয়ন্ত্রণে আসতে দিন পনেরো লাগবে।তবে ক্রেতাদের একাংশের অভিযোগ টাস্ক ফোর্সের সদস্য দের দেখলেই দাম কমিয়ে দিচ্ছেন,কিছু বিক্রেতা।তাই বাজারে ঘুরলেও সবজির সঠিক দাম নির্ধারণ করা সম্ভব হচ্ছেনা।