
শঙ্কর সেনগুপ্ত:আলিপুর দুয়ার: কাটমানির ভদ্র নাম ইলেকশন বন্ড।এই টাকা সব চেয়ে বেশি পেয়েছে বিজেপি তারপরেই তৃনমূল ।এই ঘটনা থেকেই স্পষ্ট দুটি দলই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে,এবং তৃনমূল – বিজেপির সেটিং রয়েছে
রবিবার দলীয় কর্মসূচিতে আলিপুর দুয়ার জেলায় এসে ইলেকশন বন্ড নিয়ে বিজেপি ও তৃনমূল কে একযোগে আক্রমণ আক্রমণ করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে সেলিম আরো বলেন আমরাই একমাত্র দল যারা কর্পোরেট দের কাছ থেকে টাকা নিইনা।এছাড়াও “ইন্ডিয়া” জোট প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রী সন্দেশ খালি নিয়ে ব্যঙ্গ করছেন।মনিপুর নিয়ে মজা করছেন ।ইন্ডিয়া জোট বিজেপির এই মানসিকতার বিরুদ্ধে প্রচার করতে চেয়েছিলো কিন্তু মমতা রাজি হননি তাই এই জোট হয়নি।
রবিবার আলিপুর দুয়ারে দলীয় কর্মসূচিতে আসেন মহম্মদ সেলিম।তারই মাঝে সাংবাদিক বৈঠক করেন।মহম্মদ সেলিম ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অসংখ্য বাম কর্মী ও সমর্থক ও স্থানীয় নেতৃত্ব।