
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান:
সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে মৃত্যু হল একই গ্রামের তিনজনের। গুরুতর জখম হয়েছেন ওই গ্রামের আরো দুইজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের বড় বৈনান এলাকায়। সূত্রের খবর প্রায় মাসখানেক আগে রায়না দুই নম্বর ব্লকের বড় বৈনান এলাকায় জয়ন্ত মালিক নামের এক ব্যক্তির বাড়িতে একটি সেপটিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। মঙ্গলবার একজন রাজমিস্ত্রি সেই সেফটিক ট্যাংকের পাটা খুলতে নামেন । বেশ কিছুক্ষণ পরেও সেই মিস্ত্রি না বেরোনোয়,বাড়ির ছেলে জয়ন্ত বাবুর ছেলে নামেন সেপটিক ট্যাংকের ভিতরে। কিন্তু কিছুক্ষন পরে তারও কোন সাড়া পাওয়া যায়না।তারপর প্রতিবেশী এক যুবক সেপটিক ট্যাংকের এর ভিতরে নামে। ওই তিনজন কে উদ্ধার করতে আরো দুজন ভিতরে নামে। কিন্তু সকলেই অসুস্থ হয়ে যায় ।এরপর কোনরকমে ওই পাঁচজনকে সেপটিক ট্যাঙ্ক থেকে বের করা হলে ,এদের মধ্যে মিস্ত্রি সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দুজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বড় বৈনান গ্রামে।