
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বেঙ্গালুরুতে সোমবার বিরোধীদের প্রথম দিনের বৈঠকে থাকছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার। তবে মঙ্গলবার বৈঠকের দ্বিতীয় দিনে যোগ দেবেন তিনি। এমনটাই টুইট করে জানালেন এনসিপির মুখপাত্র মহেশ ভরে তপসে। তবে সোমবার বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, আপ এবং বামদলগুলির শীর্ষ নেতৃত্ব সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব। প্রসঙ্গত পাটনার বৈঠকের পর বিরোধী ২৬ দলের বৈঠকের দিকে সারা দেশই তাকিয়ে রয়েছে। নজর রাখছে বিজেপিও। বেঙ্গালুরুতে বিরোধী দলের নেতাদের স্বাগত জানিয়ে পড়েছে বড় বড় ব্যানারও। এদিকে দিল্লিতে NCP-র জাতীয় কর্ম সমিতির বৈঠকে যোগ দিতে যাবার আগে কাকা শরদ পাওয়ারকে দলকে ঐক্যবদ্ধ রাখতে আর্জি জানিয়েছেন সদ্য বিদ্রোহী ভাইপো অজিত পাওয়ার। এদিন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিকে বিরোধীদের বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ বিরোধীরা দেশে ফের রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। ইঙ্গিত স্পষ্টতই কংগ্রেসের পরিবারতন্ত্রের দিকে। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বৈঠক নিয়ে বলেছেন বাম এবং কংগ্রেস সহ বিরোধীদের কোনও এজেন্ডা নেই।
প্রসঙ্গত ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়েই ১৭ এবং ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২ দিনের বৈঠকে বসছেন ২৬টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য গত ২৩ জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে বসেছিল প্রথম বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য সহ শীর্ষ বাম নেতৃত্ব। বেঙ্গালুরুতে দুদিনের বৈঠকে আসন সমঝোতা, নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।