
স্পোর্টস ডেস্ক :–মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। মাঠে ছিলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। ম্যাচের শেষে সেলিব্রেশনও করেন। তবে তারপরেই শাহরুখ আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। আহমেদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হিট স্ট্রোকের কারণেই অসুস্থ হন বলে সূত্রের খবর। তবে এরপর চিকিৎসা করা হয়। ভালো আছেন শাহরুখ আর বৃহস্পতিবারই তার বাড়ি মান্নাতে যাবেন। খবর পেয়েই তার স্ত্রী গৌরী খান আহমেদাবাদ যান। ৭ দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে কিং খানকে। ফলে রবিবার চেন্নাইয়ে ফাইনালে শাহরুখের মাঠে যাওয়ার সম্ভবনা কম।মঙ্গলবার জয়ের পরে ম্যাচ শেষে গোটা স্টেডিয়াম পরিদর্শন করেন শাহরুখ খান। ছোট ছেলে আব্রাহাম আর ছেলে-মেয়ে সুহানাকে নিয়ে ভিকট্রি ল্যাপও দেন । এরপরে খুশির মুহূর্তে ব্রডকাস্টারদের সঙ্গে খুনসুঁটিও করতে দেখা যায়। এবারে আইপিএলে আরসিবি আর মুম্বই ম্যাচ ছাড়া ইডেনে প্রতি ম্যাচেই শাহরুখ মাঠে ছিলেন। ২০১২ সালে ফাইনালে শাহরুখ মাঠে ছিলেন চেন্নাইতেই আর কেকেআর চ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালের পরে নাইটরা আর ট্রফি জেতেনি।