
ওঙ্কার ডেস্ক:পঞ্চায়েতে ভোট লুঠ করেছে রাজ্যের শাসক দল, এর জন্য দায়ী মমতা বন্দোপাধ্যায় ও নির্বাচন কমিশনার রাজীব সিনহা।বুধবার পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর বিধান সভার সামনে সাংবাদিক দের মুখোমুখি হয়ে এই এই ভাষাতেই মুখ্যমন্ত্রী ও কমিশনারকে আক্রমন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাশাপাশি শুভেন্দু বলেন এই পঞ্চায়েত লড়াই বিরোধীদের পক্ষে খুবই কঠিন ছিল ,কার্যত পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বিরোধীদের,এছাড়া কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শ কাতর এলাকার তথ্য দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।এর জন্য আগামী একমাস কালা দিবস পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।পাশাপাশি মমতা বন্দোপাধ্যায় কে হুঁশিয়ারি দিয়ে বলেন ১৮র নির্বাচনে সন্ত্রাস করার ফল ভুগতে হয়েছিল ১৯ শের নির্বাচনে।এবারও সেই ঘটনা ঘটবে।এদিন নির্বাচনে নিহত পরিবার গুলিকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও মমতা রাজনীতি করবেন বলেও অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক।