
সুকান্ত চট্টোপাধ্যায়, সন্দেশখালি:
বৃহস্পতিবার সকালে সন্দেশখালী যাচ্ছেন রাজ্য বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে ও আইনী সাহায্য সহ আহত ও অসুস্থ্য দলীয় কর্মীদের আর্থিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য করার কথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। তার সঙ্গে যাবেন রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব ও বিধানসভার বিজেপি বিধায়ক গণ। । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজ সন্দেশখালি যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই গোটা সন্দেশখালী জুড়ে ফের শাসকদল তৃণমূল কংগ্রেস, পুলিশ প্রশাসন ও সর্বোপরি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে টানটান উত্তেজনা। তার আগে গতকাল থেকেই প্রস্তুত পুলিশ প্রশাসন।সরবেড়িয়া-ধামাখালি রোডে লস্করপাড়ায় পুলিশের তরফে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। যে কোন ধরনের অশান্তি এড়াতে তৎপর পুলিশ।