
সঞ্জয় রায় চৌধুরীঃ উত্তর কলকাতার অন্যতম যৌনপল্লী সোনাগাছি। বুধবার সোনাগাছিতে যৌনকর্মীদের সংগঠন দুর্বার ২৯ বছরে পা দিল। সেই উপলক্ষে সোনাগাছিতে রাজ্যের বিভিন্ন জেলার যৌনকর্মীদের সন্তানরা পুরস্কৃত হলেন। এই সন্তানরা কেউ মাধ্যমিক কেউ বা উচ্চমাধ্যমিক পাশ করেছেন এবছরে। সেই সমস্ত যৌনকর্মীদের সন্তানদের পাশে দাঁড়ালো দুর্বার। প্রত্যেককে দেয়া হল পেন খাতা বই সহ ২ হাজার টাকা। এর পাশাপাশি এদিন বিভিন্ন এলাকার যৌনকর্মীদের ছেলেমেয়েরা নাচগানের মধ্যে দিয়ে আনন্দে মাতলেন। ৪০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন দুর্বারের সভাপতি বিশাখা লস্কর। উপস্থিত ছিলেন দুর্বারের অন্যান্য আধিকারিক সহ বহু সাধারন মানুষ।