
প্রতীতি ঘোষ,অশোক নগর:
“কেন্দ্রীয় বাহিনী যা করার করুক আমরা যা করার করবো” পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌগত রায়ের ।সোমবার সন্ধ্যায় অশোক নগরের বিড়া এলাকায় নির্বাচনী প্রচারে আসেন সৌগত রায়।সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃনমূলের এই বর্ষীয়ান সাংসদ বলেন আমরা কখনো কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করিনি।ওনারা আসুন ।বাহিনী তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করবো।পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ঘটে চলা একাধিক খুন,অশান্তি,উত্তেজনা সম্পর্কে সৌগত বলেন ভোটে মৃত্যুর সংখ্যা এখনো ২০ ছাড়ায়নি।অন্যান্য বারের চেয়ে এবারের ভোট শান্তিপূর্ন ভাবেই হতে চলেছে।
এছাড়াও এদিন তিনি রাজ্যের বিভিন্ন সন্ত্রাস কবলিত জায়গায় রাজ্যপালের ছুটে যাওয়ার বিরোধিতা করে বলেন উনি নিজের এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন।এই ধরনের কাজ তার করা উচিত নয়।
সোমবারের এই জনসভায় সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও তৃনমূল কর্মী ও সমর্থকেরা।