
স্পোর্টস ডেস্ক :৮ জুলাই যেমন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন ঠিক তেমনই সর্বকালের অন্যতম সফল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ৫২ তম জন্মদিন।আর এই জন্মদিনটা কলকাতায় না লন্ডনেই সৌরভ। সৌরভের সঙ্গে লন্ডন চলে গেছেন তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভের মেয়ে সানা লন্ডনে এক বেসরকারি সংস্থায় কর্মরত।গত ৪, ৫ ও ৬ জুলাই লন্ডনে এমসিসি-র বৈঠক ছিল। এমসিসি-র ক্রিকেট কমিটিতে রয়েছেন সৌরভ। তিনি সেই বৈঠকে যোগ দেন। যে সংস্থায় সানা চাকরি করছেন, সেই সংস্থার এক অনুষ্ঠানেও অতিথি হিসেবে যোগ দেন সৌরভ। রয়েছে পরিবারের সঙ্গে সেলিব্রেশন পরিকল্পনাও।কয়েকদিন লন্ডনেই ছুটি কাটাবেন সৌরভ। ফলে কলকাতার সৌরভ ভক্তরা এবারের জন্মদিনে তাঁদের প্রিয় দাদাকে পাবেন না।প্রসঙ্গত নিজের ৫০ তম জন্মদিনও পরিবার আর বন্ধুদের সঙ্গে লন্ডনেই কাটান মহারাজ।২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও সৌরভের জনপ্রিয়তা কিন্তু কোনো অংশে কমেনি। ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের মধ্যে সৌরভ অন্যতম। এরপর প্রশাসক হিসেবেও নিজেকে প্রমাণ করেন। প্রথমে সিএবি সভাপতি আর তারপর বিসিসিআই সভাপতি।এদিন বিসিসিআইও সৌরভকে শুভেচ্ছা জানায়। বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজে সৌরভের ছবি দিয়ে লেখা হয়।”৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ, ১৮৫৭৫ রান, ৩৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ‘