
অপরূপা কাঞ্জিলাল : ৫৯ বছর বয়সে এসেছে নতুন জীবন শুরু করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। দাদার বিয়েতে অনুপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ নিয়ে বিস্তর চর্চা, এরই মধ্যে প্রাক্তন স্ত্রী বার্তা। কি ঘটছে গঙ্গোপাধ্যায় বাড়িতে?
বর্তমানে যেন সেলিব্রেটিদের গৃহে বিরূপ মঙ্গল। একের পর এক দাম্পত্যে ভাঙ্গন। তবে এবার বলিউড বা টলিউডের কথা বলছি না এবার বলছি ক্রিকেট ময়দানের কথা। না হার্দিক পান্ডিয়া নয় এবার দাম্পত্যে নয়া ঠিকানা খুঁজেছেন। গঙ্গোপাধ্যায়ের বাড়ির বড় সন্তান স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের সাথে গাটছড়া বেধেছেন তিনি। না এই চট্টোপাধ্যায় অবশ্যই বণিক ছিলেন। অজন্তা স্যু কোম্পানির কর্ণধারের প্রাক্তন স্ত্রী। সইসাবুদ করে বিয়েটা সেরে ফেলেছেন সৌরভের দাদা। এই বিয়ে নিয়ে চারিদিকে চাপা গুঞ্জন। রবিবাসরীয় বিয়েতে সৌরভ-ডোনার অনুপস্থিতি দেখে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। বাবার বিয়েতে গরহাজির স্নেহাশিস কন্যা স্নেহা গঙ্গোপাধ্যায়ও। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের বড় বউমা বর্তমানে যিনি অবশ্য প্রাক্তনে পরিণত হয়েছেন তিনিও পেশায় ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পী মম গঙ্গোপাধ্যায় মোহিনীয়াট্টামের সাধনা করেন মম। মমর ইনস্টাগ্রামের দেওয়ালে এখন শুধুই মন খারাপের লেখা জমছে। ‘যদি তোমাকে কেউ প্রত্যাখ্যান করে সেটাকে গ্রহণ করো। যদি কেউ তোমাকে ভালো না বাসে তাহলে যেতে দাও। কেউ যদি তোমার বদলে অন্যকে বেছে নেয়, তাহলে মুভ অন করো। এমন নয় তুমি যাকেই ভালোবাসবে, সে তোমার সঙ্গে থাকবে’। কিংবা ‘এমন কাউকে বিশ্বাস করো না যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, যে তোমার জীবনে থাকতে চাইবে না তাকে তোমার জীবনের অংশ করো না। আমার জীবন থেকে এমন মানুষ চলে গেছে, যারা একটা সময় আমার গোটা দুনিয়া ছিল। তবুও আমি বেশ আছি। …… মানুষকে সময় দাও, মানুষকে স্পেস দাও। কাউকে জোর করে আটকে রেখো না, বরং তাঁকে উড়তে দাও। …. যা তোমার ছিল তা তোমারই থাকবে।…. অনেক সময় কিছু জিনিস শেষ হতে হয়, কারণ আরও ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য।’ এমন লেখা কি প্রাক্তন স্বামীর জন্য মন খারাপ করে? প্রশ্ন তুলছেন অনেকেই। তবে যা সবথেকে চর্চার বিষয় এই মুহূর্তে তা হল দাদার বিয়েতে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায় কেন উপস্থিত হলেন না? অনেকে মনে করছেন ব্যবসায়িক কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় অনুপস্থিত ছিলেন কারণ যে অজন্তা শ্যু কোম্পানির কর্ণধারের প্রাক্তন স্ত্রী ছিলেন অর্পিতা সৌরভ সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নিজের কাজের ক্ষেত্র বজায় রাখতে কি দাদার সঙ্গে দূরত্ব বজায় রাখলেন বাংলার দাদা? ৭ অগস্ট কলকাতার এক সাততারা হোটেলে বসছে অর্পিতা-স্নেহাশিসের রিসেপশন। তবে এখানেই কাহানিমে টুইস্ট।আশ্চর্যজনকভাবে কার্ডে আমন্ত্রণকারী হিসাবে নাম রয়েছে সৌরভ ও ডোনার। সৌরভকে না জানিয়েই এমনটা করা হয়েছে বলে খবর, কেউ কেউ বলছেন ওইদিনের অনুষ্ঠানও নাকি এড়িয়ে যেতে পারেন সৌরভ-ডোনা। এখন দাম্পত্য থেকে ভাতৃত্ব গঙ্গোপাধ্যায় বাড়িতে সম্পর্কের সমীকরণ কোন দিকে এগোচ্ছে সেটাই দেখার।