
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর:
ভোটের বাকি আর মাত্র ৫ দিন। ইতিমধ্যে সব দলই জোর কদমে নেমে পড়েছে ভোট প্রচারে।পিছিয়ে নেই বামেরাও।
একদা সি পি এম এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের নন্দনপুর এলাকার পোন্দনপুর গ্রাম পঞ্চায়েতে এবারের সি পি এম প্রার্থী হয়েছেন মিলন ভৌমিক।
গ্রামের ভোটারদের নুন্যতম চাহিদা যেমন পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আবাস যোজনা নিয়ে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভকেই হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন তিনি । জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী মিলন বাবু বিজেপি নয় তৃণমূলকেই প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন । পাশাপাশি ভোটে জিতলে মানুষ ও এলাকার উন্নয়ন তার প্রধান লক্ষ্য হবে বলে জানান তিনি।
ছাত্র জীবন থেকেই বাম মতাদর্শে বিশ্বাসি মিলন ভৌমিকের এমনিতেই এলাকায় মানুষের আপদে বিপদে পাশে থাকার সুনাম রয়েছে। তাই প্রচারে গিয়ে ভালই সাড়া পাচ্ছেন তিনি।সব মিলিয়ে জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী মিলন বাবু।