
নিজস্ব সংবাদদাতা,ওঙ্কার বাংলা: রিয়াল মাদ্রিদের বেসক্যাম্প বার্নাবিউতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লাব, সংগ্রহশালার পাশাপাশি গ্যালারিতে যান মুখ্যমন্ত্রী। এদিন ক্লাবের ট্রফি দেখানো হয় মুখ্যমন্ত্রীকে। স্প্যানিশ ফুটবল দুর্গে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে। চির পরিচিত নীল পাড় সাদা শাড়িতেই দেখা যায় মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত স্পেন সফরে বিনিয়োগের পাশাপাশি বাংলার ফুটবলের উন্নতির লক্ষ্য নিয়েও গিয়েছেন মুখ্যমন্ত্রী। লা লিগা সভাপতির সঙ্গেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপরে শনিবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদের দুর্গে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে।