
অঞ্জন চট্টোপাধ্যায়: প্রত্যেক বছরের মতো এবার ও স্যর ফ্র্যাঙ্ক ওরেলের স্মৃতিতে রক্তদান শিবির আয়োজন করল সিএবি। প্রত্যেকবারই রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি সার্টিফিকেট, যেখানে সই থাকে ক্রিকেটের কোনও এক কিংবদন্তির। রাহুল দ্রাবিড় থেকে শুরু করে সৌরভ, ভি ভি এস লক্ষ্মণ – এরকম মহাতারকারা ঐ শংসাপত্রে সই করে থাকেন।এবারে সই করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ চন্দু বোরডে। প্রতিবার ৩ ফেব্রুয়ারী পালন করা হলেও এবারে সরস্বতী পুজোর জন্য ৪ ফেব্রুয়ারী পালন করা হল।এদিন সকালে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য সিএবি কর্তারা পতাকা তুলে ও ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল গভনিং কমিটির সদস্য অভিষেক ডালমিয়াও।এরপর আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রক্তদাতাদের সঙ্গে দেখা করেন সৌরভ। ভক্তদের সঙ্গে তোলেন সেলফিও। এবার রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।