
ওঙ্কার ডেস্কঃ রেফারিং ইস্যুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে ইস্টবেঙ্গল। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চায় তারা। ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ক্লাব কর্তাদের।
শনিবারের ডার্বিতে আপুইয়ার হ্যান্ডবলের কারণে নিশ্চিত পেনাল্টি দেয়নি কোচ এমনটাই দাবি তুলে ফেডারেশনকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল। সোমবার সেই দাবি সম্পূর্ণ ভাবে খারিজ করে দেয় ফুটবল ফেডারেশনের চিফ রেফারি অফিসার ট্রেভর কেটেল। এদিন সাংবাদিক বৈঠকে কেটেল বলেন, ‘হ্যান্ডবল নিয়ে আমাদের ভুল ধারণা আছে। বল হাতে লেগেছে না হাত বলে লেগেছে, সেটা দেখতে হবে। পেনাল্টি বক্সের মধ্যে কোনও খেলোয়াড়ের হাতে বল লাগলে, রেফারিকে আগে দেখতে হয়, ফুটবলারের হাত ন্যায্য অবস্থানে ছিল কি না। যদি ন্যায্য অবস্থানে হাত থাকে, তাহলে পেনাল্টি নয়।’
তিনি আরও জানান, রিভিউ প্যানেলের সকল রেফারিও ভিডিও ক্লিপ দেখে নিশ্চিত করেছেন যে আপুইয়ার হ্যান্ডবল ছিল না। কিন্তু এই সিদ্ধান্তে সহমত হননি ইস্টবেঙ্গল কর্তারা। তারা দাবি তুলেছেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এক বড়সড় ষড়যন্ত্র চলছে , যুক্ত রয়েছে ফুটবল ফেডারেশনের সদস্যরাও। তাই এবার এই নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করছে লালহলুদ শিবির , এমনটাই জানা গিয়েছে সুত্র মারফত।