
অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম : বন্ধুদের সঙ্গে মকর স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। গত সোমবার সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে গিয়েছিল বছর ১৭-র কিশোর সূর্য পাল। সেই থেকে টানা তিনদিন ডুবুরি ও স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শেষমেষ নামানো হয় বিপর্যয় মোকাবিলা দফতরের ব্যারাকপুরের ১৩ নম্বর ব্যাটেলিয়ানকে। এদিন পুলিশের গোপীবল্লভপুর সার্কেল ইন্সপেক্টর মুকুল মিয়ার উপস্থিতিতে প্রায় তিরিশ কিলোমিটার নদীর জলে তল্লাশি চালানো হয়।