
স্পোর্টস ডেস্ক : ২১ বছরের ফুটবল কেরিয়ারকে বিদায় জানালেন গোলকিপার সুব্রত পাল। ভারতীয় ফুটবলে স্পাইডারম্যান হিসেবেই জনপ্রিয় সোদপুরের মিস্টু। সেই কারণে নিজের কেরিয়ার নিয়ে আবেগেপ্রবণ তিনি। অবসর নেওয়ার পরে সুব্রত বললেন,“আমার মনে হয়েছে অবসর নেওয়ার এটাই সেরা সময়। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি। ফুটবলই আমার কাছে সবকিছু। তাই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তটা নেওয়া আমার পক্ষে মোটেই সহজ ছিল না। কিন্তু একটা সময় তো ইতি টানতেই হয়। তাই সিদ্ধান্তটা নিয়েই ফেললাম”। এরপর তিনি বললেন,’আমি নিজের ফুটবল জীবন নিয়ে গর্বিত। এএফসি এশিয়ান কাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে বিরাট সন্মানের। সাফল্যের শিখর থেকে ব্যর্থতার অন্ধকার, সবই দেখেছি। জীবনের এই চড়াই-উতরাই নিজেকে ফুটবলার ও মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক সাহায্য করেছে”।
ডেম্পোর ব্রাজিলীয় ফুটবলার ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেই ঘটনার পর তাঁর ফুটবল জীবনে কার্যত অন্ধকার নেমে আসে। অনেকেই তাঁকে এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছিলেন। কিন্তু ক্রমশ নিজেকে গ্লানির অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনেন সুব্রত।
ডোপিং বিতর্কে জড়িয়ে পড়ে নির্বাসিতও হয়েছিলেন তিনি। চিকিৎসকের নির্দেশে নিষিদ্ধ ওষুধ খেয়ে নির্বাসিত হলেও পরে নিজেকে নির্দোষ প্রমাণ করে নির্বাসনমুক্ত হন সুব্রত। সব বাধা অতিক্রম করে নিজেকে বারবার ফুটবল মাঠে ফিরিয়ে আনেন তিনি। অবসর ঘোষণার পর ‘তিনি বলেন, “ফুটবলজীবনে এমন কোনও ঘটনা নেই, যা এখনও আমাকে যন্ত্রণা দেয়। অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। ভুল থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী হয়েছি”।