
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: শাহজাহান কান্ড নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি বিধায়ক সুকুমার মাহাতোর । ওই দিন শাহজাহান আমাকে ফোন করেনি , আমিই তাকে ফোন করেছিলাম বলে সংবাদমাধ্যম কে সাফ জানালেন বিধায়ক ।৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয়।মারধোর করা হয় ইডি আধিকারিকদের এবং তাদের গাড়ী ও ভাঙচুর করা হয় । তবে সেই সময় শাহজাহান কে তার বাড়িতে পাওয়া যায়নি। তখন কোথায় ছিলেন শাহজাহান।তার সঙ্গে কাদের কথা হয়েছিলো,এই বিষয়ে তদন্তের পর সিবিআই জানায় ,শাহজাহান বিধায়ক সুকুমার মাহাতো কে ফোন করেছিলো।তবে সুকুমার জানিয়েছেন আমার এলাকায় গন্ডগোল হচ্ছে জানতে পেরে,শাহজাহানকে আমি ফোন করেছিলাম। ও আমাকে ফোন করেনি।পাশাপাশি তিনি আরও বলেন যে সন্দেশখালি এখন শান্ত রয়েছে।লোকসভা ভোটে ফায়দা তোলার জন্য,বিরোধীরা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।উল্লেখ্য সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান রয়েছেন সিবিআই হেফাজতে।রবিবার তাকে আবারও ৪ দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।