
গোপাল শীল,সুন্দরবন: সুন্দরবনের এক বিচ্ছিন্ন অংশ গঙ্গাসাগর। প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় এই সমস্ত এলাকার বাসিন্দাদের। তাদের পরিবারের অবস্থার কথা ভেবেই এবার লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়েই লক্ষ্মী পূজা করছেন গ্রামের মহিলারা। গঙ্গাসাগরের চেমাগুড়ি মহিলা গোষ্ঠীর পরিচালনায় মা লক্ষ্মীর আরাধনায় মেতেছে গ্রামবাসী। লক্ষী ভান্ডারে যে টাকা পাওয়া যায় তার থেকেই কিছু টাকা জমিয়ে মায়ের পুজো করছেন গ্রামের মহিলারা এ কথা জানিয়েছেন গ্রামবাসী পদ্মা মাহাতো।প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ে নোনা জল ঢুকে তাদের চাষের জমির ব্যাপক ক্ষতি হয়। মাথা গোঁজার ঠাঁইটুকুও হারান তারা। তাই দুর্গাপুজো উপভোগ করতে পারেন না এই এলাকার বাসিন্দারা।সেইসব কথা মাথায় রেখেই লক্ষ্মী লাভের আশায় গ্রামের সমস্ত মহিলারা মিলে ধনদেবী লক্ষ্মীর আরাধনা করছেন এবারে। সংসারের দায়িত্ব সামলে গত বছরের মতো এবছরেও লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়েই করছেন লক্ষ্মীপূজো।