
সুকান্ত চট্টোপাধ্যায়,সুন্দরবন: পেট চালানোর তাগিদে মীন সংগ্রহের জন্য দীর্ঘক্ষণ জলে থাকতে হচ্ছে সুন্দরবন এলাকার মহিলাদের। এর ফলে শরীরে দানা বাঁধছে নানা ধরনের অসুখ। বাড়ছে স্ত্রীরোগের সম্ভাবনা ।এদিকে কাজ ছেড়ে দিলে উপার্জন হবে কিভাবে? সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন সুন্দরবনের মহিলারা।
সুন্দরবনে প্রতিদিন মীন সংগ্রহ করতে মহিলারা নেমে পড়েন জলে। সংসার সামলে এই কাজ করেন তারা। রায়মঙ্গল, সন্দেশখালির কলাগাছি, বেতনি, ডাসা সহ একাধিক নদীতে প্রতিদিন মীন ধরেন এই মহিলারা।
জাল আর অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নদীতে নামেন তারা। জীবনের ঝুঁকি থাকলেও পেট চালানোর তাগিদে প্রতিদিন জলে নামতে হয় তাদের। আর দীর্ঘক্ষণ জলে থাকায় শরীরে দানা বাধছে নানা ধরনের অসুখ। ঘন্টার পর ঘন্টা নোনা জলে থাকার ফলে চর্মরোগ হচ্ছে এই মহিলাদের। এমন কি বাড়ছে স্ত্রীরোগের সম্ভাবনাও।তবে রোগব্যাধির ভয় সরিয়ে রেখে সংসার চালানোর জন্য দিনের পর দিন জলে নেমে মীন সংগ্রহ করছেন এই মহিলারা।
এই কাজে ঝুঁকি কোন অংশে কম নয়, তার ওপর আবার এর জন্যই অসুস্থ হয়ে পড়ছেন তারা।তবে কাজ ছেড়ে দিলে কিভাবে চলবে সংসার? সব মিলিয়ে বর্তমানে চরম সমস্যার সম্মুখীন হয়েছে নদী পাড়ের এই রমণীরা।