
নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া থেকে লোকসভা ভোটের টিকিট ফের পেয়েছেন প্রসূন বন্দোপাধ্যায়। আর হাওড়ায় গত কয়েক বছর পরে থেকে না টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দোপাধ্যায়। এরপরেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দেন তার প্রিয় বাবুন আর তার পরিবারের কেউ নয় দলেরও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপর স্বপনের সুর বেশ নরম হয়। এবার মুখ্যমন্ত্রীর ভাইয়ের অবস্থান ঠিক কোথায়! তিনি কি হাওড়ায় প্রসূনের হয়ে প্রচার করবেন! নাকি নির্দল হয়ে দাঁড়াবেন! শনিবার কলকাতায় কবাডি তাঁবুতে বসন্ত উৎসবের অনুষ্ঠানে তাকে খুব বিব্রতই লাগল। স্বপন বললেন,’এখনও হাওড়ায় ভোট দেরি আছে এখনও ঠিক করিনি কী করব দেখা যাক!’ শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি বিজেপিতে যাওয়ার জন্য যোগাযোগ করেছিলেন! মুখ্যমন্ত্রীর ভাই জানালেন,’এমন কোনো ঘটনা ঘটেনি। যতদিন মমতা বন্দোপাধ্যায় বেঁচে আছে আমি তৃণমূলই করব। মান অভিমান নিয়েই থাকব।’