
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : সামনেই লোকসভা ভোট. ইতিমধ্যেই পথে নেমে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি। বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের উপরে পুলিশ নির্যাতন করছে । তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। আর দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই ভূপতিনগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেন, বিজেপি করার জন্য তাদের উপর পুলিশি নির্যাতন হচ্ছে। তাদের উদ্দেশ্যে শুভেন্দুুর বার্তা, কোনও রকম নোটিস ছাড়া যদি পুলিশ গ্রামে ঢোকে তাহলে শাঁখ বাজিয়ে সকলকে সচেতন করে একত্রে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গ্রামবাসীদের অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী আরও বলেন, নন্দীগ্রামের কায়দায় যেন তাঁরা প্রতিবাদ গড়ে তোলেন। তাদের পাশে থাকার আশ্বাসও দেন বিরোধী দলনেতা
প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হতেই এদিন ভূপতিনগরে উচ্ছাসে আবেগে শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানালেন বিজেপি কর্মী সমর্থকরা.