
মানস চৌধুরী, কলকাতা : বঙ্গে ভোট মানেই অশান্তি, হিংসা, প্রাণহানি. প্রতি নির্বাচনেই বাংলায় ভোট সন্ত্রাসের বলি হয় বহু মানুষ. এবারের লোকসভা নির্বাচনে ছ দফার ভোট শেষ. এই ছ দফায় বিভিন্ন কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন অশান্তির ছবি ধরা পড়লেও সেভাবে বড়সড় কোনও ঘটনা ঘটেনি. এখনও বাকি রয়েছে একটা দফা. ১ জুন ভোট রয়েছে দমদম, কলকাতা উত্তর, দক্ষিণ সহ ৯ টি কেন্দ্রে.
এবার বাউল গানের মধ্যে দিয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত যিনি ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী.
বার্তা একটাই, ‘নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট দিন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ হোক, কেউ শান্তি ভঙ্গ করবেন না’। মঙ্গলবার সকালে দমদমের নাগেরবাজারের একটি শপিং মলের সামনে বাউল গানের মধ্যে দিয়ে এই বার্তা সকলের কাছে পৌঁছে দেন স্বপন বাউল। ভোটের আবহে রাজ্যের জেলায় জেলায় বিনা পারিশ্রমিকে এইভাবেই বাউল গানের মধ্যে দিয়ে মানুষকে ভোট দেওয়ার আহবান করেন স্বপন বাউল।