
ওঙ্কার বাংলা ডেস্ক: বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ করেছেন। ইতিমধ্যে রাজধানী ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই আবহে এবার সিরিয়াকে স্বাধীন শহর বলে ঘোষণা করল সে দেশের বিদ্রোহী গোষ্ঠী।
আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী ছাড়ার পরে সেদেশের প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালিও আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। তবে বাশার আল আসাদ বর্তমানে কোথায় রয়েছেন সেবিষয়ে কিছু জানা যায়নি। সিরিয়ার সরকারি টেলিভিশনে দামাস্কাসকে স্বাধীন শহর বলে দাবি করেছেন বিদ্রোহীরা। সেই সঙ্গে বাশার ক্ষমতাচূত হয়েছেন বলেও দাবি করেছেন তাঁরা।
অন্যদিকে কাতারের দোহায় সিরিয়ার দূতাবাসে উৎসবের মেজাজ। সেখানে ইতিমধ্যে স্বাধীনতা উদযাপন শুরু হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, দোহায় অবস্থিত সিরিয়ার দূতাবাস থেকে বিবৃতি জারি করে স্বাধীনতার বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে ‘স্বাধীনতার ভোর’ শব্দ ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে সিরিয়া স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে।