
শেখ ইরশাদ:কলকাতা:লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা জোড়াফুল শিবিরে। দল ছাড়ছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন বরাহনগরের তৃণমূল বিধায়ক। সোমবার বিধানসভায় স্পিকারের কাছে পদত্যাগ পত্র তুলে দেন তিনি। এরপর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০ বছরের সম্পর্ক ছিন্ন হল।
দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন তাপস। তার অভিযোগ, চারিদিকে দুর্নীতি এবং সন্দেশখালি আমার চোখ খুলে দিয়েছে। যদিও তাপস রায়ের মান ভাঙাতে সোমবার সকালে তার বাড়িতে যান কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। তাতেও যে বরফ গলেনি তা পরিষ্কার।তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে ব্রাত্য বসু বলেন,আমি চাই দাদা নিজের অবস্থানে থাকুন।তাপস রায় বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা রাজ্য রাজনীতিতে। তবে সেই জল্পনা জিইয়ে রাখলেন খোদ তাপস রায়। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী হতে পারেন তাপস।