
স্পোর্টস ডেস্ক :ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে হাত মেলালো সত্যম রায় চৌধুরীর টেকনো ইন্ডিয়া। আর এদিন লন্ডনে ম্যাঞ্চেস্টার সিটির অফিসে চুক্তি স্বাক্ষরিত হল দুই পক্ষর মুখ্যমন্ত্রী র উপস্থিতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লন্ডন সফরে গেছেন। তারকর্মসূচি তে এই অনুষ্ঠানও ছিল। কলকাতায় স্কুল খুব তাড়াতাড়ি তৈরী হবে টেকনো আর ম্যান সিটির। সেখানে সিটির ফুটবল বিশেষজ্ঞরা আসবেন।এদিন মুখ্যমন্ত্রী বললেন,’ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাংলা কতটা ফুটবল ভালোবাসে। কতটা ক্রিকেট ভালোবাসে। বাংলার তিনটি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান। আরও অনেক ক্লাব আছে। আমি সবার জন্য গর্বিত। আমি খুশি যে সত্যমরা এই চুক্তি করপ্রত্যেক ফুটবলারের পারফরম্যান্স মূল্যায়ন করে রিপোর্ট দেবেন ম্যান সিটির ফুটবল বিশেষজ্ঞরা। সেখানেই বলা হবে, কোন ফুটবলারের কোন জায়গায় উন্নতির দরকার। স্বপ্নদ্রষ্টা সত্যম রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত টেকনো ইন্ডিয়া গ্রুপ ভারতের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে উন্নত এবং মানসম্মত শিক্ষা প্রদান এবং সামগ্রিক উন্নয়নের জন্য নিবেদিত।’