
মাটি ভরদ্বাজ : ছোট বাজেটের ছবি ওয়েব সিরিজ ইউটিউব অথবা সামাজিক মাধ্যমে যারা প্রজেক্ট করছেন তারা প্রয়োজনে অল্পসংখ্যক কলাকুশলী নিয়েও কাজ করতে পারবেন। ফেডারেশনের নেতা স্বরূপ বিশ্বাস বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। ইম্পার প্রতিনিধির সঙ্গে দীপাক্ষিক আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বরূপ। স্বরূপ বলেন সব সময় যে কুড়িটা বাইশটা গিলডেট টেকনিশিয়ান নিয়ে কাজ করতে হবে এরকম কোন কথা নেই। ছোট উদ্যোগের জন্য বিকল্প ব্যবস্থা থাকছে। যারা কাজ করতে চান তারা চাইলে সরাসরি ফেডারেশন অফিসে এসে কথা বলুন। স্বরূপ বিশ্বাস আরো বলেন, বহু প্রোজেক্টে কলাকুশলীদের পাওনা টাকা আটকে থাকছে। সিনেমার ক্ষেত্রে ব্যাপারে আমরা সহযোগিতা চাইছি। তবে সম্প্রতি টেকনিশিয়ানদের কাজ দেওয়া না দেয়ার ক্ষেত্রে দাদাগিরির যে অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে, এ ব্যাপারে কোন মন্তব্য করেননি স্বরূপ।