
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা: রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর রহমান। ২০১৪ সালের ‘ম্যানগ্রোভ’ নামের সেই বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। যিনি দেড় বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল বন্দি রয়েছেন । এই ছবিতে ছিলেন রাখি সাওয়ান্ত, নাইজেল,দোলন রায়। এ সিনেমা তৈরি করতে বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে ইডি অফিসাররা বিস্তারিত জানার চেষ্টা করছেন। সূত্রের খবর অর্পিতা কে এই ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন চিহ্ন তবে কি বাকিবুর রহমানের সাথে কোন যোগ রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।অন্যদিকে এবিষয়ে ওঙ্কার বাংলা প্রতিক্রিয়া নেয় টলিউডের অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের। টলিউড অভিনেত্রী পাপিয়া অধিকারী বলেন টলিউডে বর্তমানে ১৫ কোটি বাজেটের ছবি হচ্ছে বিষয়টি তার ভাবনাতীত।টলিউডে তিন দশক ধরে অভিনয় করছেন অভিনেতা দেবদূত ঘোষ। টলিউডের রাজনীতির প্রবেশ ঠিক নয় বলেই মনে করছেন তিনি। টলিপাড়ায় সিনেমা করে এক দেড় কোটি টাকা পাচ্ছেন অভিনয় শিল্পীরা। বিষয়টি জেনে অবাক হচ্ছেন বলে জানান অভিনেতা চন্দন সেন। ফিল্মের সার্কিটে যে টাকা-পয়সা ঢোকে সব টাকা স্বচ্ছ হয় না এটা স্পষ্টই বোঝা যাচ্ছে- মন্তব্য পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের। টাকা কোথা থেকে আসছে এই বিষয়টি সবসময় প্রোডাকশন হাউসের পক্ষে জানা সম্ভব হয় না। কারো লগ্নি করা টাকা দুর্নীতির নাকি পরিশ্রম করে অর্জিত টাকা তা সেই ব্যক্তির উপর নির্ভর করে এমনটাই জানান অভিনেত্রী অঞ্জনা বসু। এ বিষয়ে কবি সুবোধ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান রাজ্যের বাইরে থাকায় এ বিষয়ে তিনি কিছু জানেন না । বারংবার টলিউডের সঙ্গে দুর্নীতির যোগ প্রকাশ্যে আসায় উঠে আসছে একাধিক প্রশ্ন। উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।