
দেবাঞ্জলী কুন্ডু চৌধুরী, কলকাতা: আর জি কর আবহে আবারো অশালীন আচরণের অভিযোগ উঠে এলো টলিপাড়া থেকে। অভিযোগের তীর প্রখ্যাত পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলের দিকে। শুটিং চলাকালীন এক নামজাদা অভিনেত্রীর সঙ্গে অরিন্দম এমন আচরণ করেন বলে অভিযোগ। অভিযোগকারিনী বলেন, ‘উনি আমাকে যে কিস করেছিলেন এবং সেটা চিত্রনাট্যে ছিল না।’ যদিও অরিন্দম শীল এই অভিযোগকে স্বীকার করে নেয় এবং বলেন এই ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। পাল্টা অভিযোগকারিনী বলেন এই দুর্ঘটনা ঘটানোর পর অরিন্দম শীল ওই অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন ‘তোর কি খারাপ লেগেছে? বল? এই কথার ভিত্তিতে অনিচ্ছাকৃত শব্দটি খাটে না।’
আর এরপরই ডিরেক্টরস গিল্ডস অরিন্দম শীলকে সাসপেন্ড করেন। এরপরই অরিন্দম শীল বলেন এটি একতরফা বিচার হয়েছে। অরিন্দমের শীলের কাছ থেকে ঘটনার সত্যতা যাচাই করেনি ডিরেক্টরস গিল্ডস।
যদিও একটি সংবাদমাধ্যমকে অরিন্দম শীল জানান, “এই মে মাসেই আমার আগামী ছবির শুটিং হচ্ছিল। দৃশ্যটি ছিল অভিনেতা বসে থাকবেন আর নায়িকা তাঁর কোলে বসে তাঁকে কাছে টেনে চুমু খাবেন। স্ক্রিপ্টে লিপলক লেখা থাকলেও যেহেতু অভিনেতা তাতে স্বচ্ছন্দ ছিলেন না আমি পরিষ্কার জানিয়ে দিই, লিপলকের দরকার নেই। আমি আমার দু’জন শিল্পীকে শট বোঝাচ্ছিলাম। ওরাই বলল শটটা দেখিয়ে দাও। সাধারণত আমি আমার প্রত্যেক শিল্পীকেই শট ও কম্পোজিশন অভিনয় করে দেখিয়ে দিই। সেই মতো সেই অভিনেত্রীকে বললাম কোলে বসার জন্য, এটাও বলি ভিতর দিকে বসিস না, হাঁটুর উপর বসবি। তুই মুখটা ভিতরে ঢুকিয়ে রাখবি, যেন ওর (অভিনেতার) ক্লোজ হচ্ছিস। এই দৃশ্যটাই যখন দেখাতে গিয়েছি তখন আমার মুখটা ওর গালে ছুঁয়ে যায়। সেটা নিয়েই বলা হচ্ছে আমি নাকি চুমু খেয়েছি।”
এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন টলি পাড়ার একাধিক তারকা। বিশিষ্ট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়াতে লেখেন, “পাপের ঘড়া উলটোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না।
ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক।
২০ বছর সময় লাগল, সে লাগুক।
আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে।
সবাই বেড়িয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই।
এটা আমাদের BASIC RIGHT. ”
যদিও এই অভিযোগ ওঠার পর মহিলা কমিশনের কাছে লিখিত দিয়ে ক্ষমা চান অরিন্দম শীল। সেখানে তিনি লেখেন, মহিলা কমিশনের কাছে শিল্পী (নাম উহ্য)- এর আমার সম্পর্কে করা অভিযোগ সম্পর্কে আমি অন্তর থেকে দুঃখিত। আমি আমার ভুল স্বীকার করে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। শিল্পীর ( নাম উহ্য) যেকোনো মানসিক বা শারীরিক ট্রমার জন্য আমি অন্তর থেকে দুঃখিত, ক্ষমাপ্রার্থী।
প্রসঙ্গত এই ঘটনাটি তার জীবনে প্রথম নয়, এর আগেও বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলেই অভিযোগ উঠে আসছে। প্রত্যেকবারই অরিন্দম শীল তার নিজের প্রভাব খাটিয়ে সে অভিযোগগুলিকে ধামাচাপা দিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আর জি কর আবহে স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। স্বনামধন্য অরিন্দম শীলের পিছনে এতটা কলঙ্ক লুকিয়ে রয়েছে তা জানতে পেরে ধিক্কার জানাচ্ছেন প্রত্যেককেই।